নিউজনেস্ট

আফগান-তুরস্কের যৌথভাবে বৃহৎ সিমেন্ট কারখানা নির্মাণের উদ্যোগ

জাওজানে সিমেন্ট কারখানা স্থাপন: আফগান-তুরস্ক সম্পর্কের নতুন পর্যায়
জাওজানে সিমেন্ট কারখানা স্থাপন: আফগান-তুরস্ক সম্পর্কের নতুন পর্যায়। ছবি: পাঞ্জওক আফগান নিউজ

সম্প্রতি আফগানিস্তানের জাওজান প্রদেশের ইয়াতিম তাক এলাকায় একটি বৃহৎ সিমেন্ট উৎপাদন কারখানা স্থাপনে আফগানিস্তান ও তুরস্কের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এবং তুরস্কের ‘ডাবল সেভেন’ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। এ সময় আফগানিস্তানের পক্ষে দেশটির অর্থনৈতিক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ এবং তুরস্কের পক্ষ থেকে কাবুলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জানক অনাল উপস্থিত ছিলেন।  

এই চুক্তির আওতায় তুর্কি কোম্পানিগুলো সম্মিলিতভাবে আফগানিস্তানে বিনিয়োগ করবে। ১৬৩ মিলিয়ন মার্কিন ডলার। যা থেকে তুরস্ক-আফগানিস্তানের যৌথ প্রচেষ্টায় নির্মান হতে যাওয় সিমেন্ট কারখানাটি প্রতিদিন ৩,০০০ টন উৎপাদনের সক্ষমতা নিয়ে গড়ে উঠবে। এছাড়া এর ফলে ১,২০০ জনের জন্য তৈরি হবে সরাসরি কর্মসংস্থানের সুযোগ।

এদিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রী জানান, তাদের মন্ত্রণালয় ইতোমধ্যেই বিভিন্ন সিমেন্ট কোম্পানির সঙ্গে মোট ৪৭৬ মিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেছে। এসব চুক্তির লক্ষ্য হলো দেশের অবকাঠামো খাতে স্থিতিশীলতা আনা ও স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করা।

অপরদিকে তুরস্কের রাষ্ট্রদূত জানক অনাল এ প্রকল্পের সূচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আফগানিস্তানে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগকে সাধুবাদ জানান। এবং চুক্তিকে আফগানিস্তানে তুর্কি বিনিয়োগের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, আফগানিস্তানের এই দ্বিপাক্ষিক বৃহৎ প্রকল্পটি বাস্তবায়ন হলে আফগানিস্তানের অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়নে বিশাল অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত