এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাড়িয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গত ৩দিন ধরে ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধযোদ্ধারা যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:
কাসসাম ব্রিগেড
- কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে দখলদার ইসরায়েলি বাহিনীর দুটি মারকাভা ট্যাঙ্কে শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়। এবং এর ভিডিও প্রকাশ করে।
- কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে ইসরায়েলি বাহিনীর অবস্থানে কাসসাম ব্রিগেড শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়। এবং এর ভিডিও প্রকাশ করে।
- কাসসাম ব্রিগেড গাজা সিটির পূর্বে কবরস্থানে উত্তর ব্লকে দখলদার ইসরায়েলি বাহিনীর ট্রুপ ক্যারিয়ার, সামরিক জিপ এবং ডি-৯ সামরিক বুল্ডোজারকে আল ইয়াসিন-১০৫ মর্টার শেল ও হিমার বিস্ফোরক ডিভাইস দিয়ে টার্গেট করে।
- কাসসাম ব্রিগেড উত্তর গাজারবাইত লাহিয়া সড়কে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ট্রুপ ক্যারিয়ার ও দুটি মারকাভা-৩ ট্যাঙ্কে শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়। ফলে ব্যাপক দখলদার ইসরায়েলি সৈন্যদের হতাহতের ঘটনা ঘটে।
- কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের টার্নিস রোডে দখলদার ইসরায়েলি বাহিনীর তিনটি ডি-৯ সামরিক বুল্ডোজারকে ট্যান্ডোম মর্টার শেল ও আল ইয়াসিন-১০৫ মর্টার শেল দিয়ে ধ্বংস করে।
- কাসসাম ব্রিগেড গাজার রাজান মোড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাঙ্ককে বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়।
- কাসসাম ব্রিগেড উত্তর গাজার বাইত লাহিয়া রোডে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি মারকাভা ট্যাঙ্ক আল ইয়াসিন-১০৫ মর্টার শেল দিয়ে ধ্বংস করে।
কুদস ব্রিগেড
- কুদস ব্রিগেড শহিদ আবু আলি মুস্তফা ব্রিগেডের সাথে মিলে জুহর আদ দিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে ।
- কুদস ব্রিগেড নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে।
- কুদস ব্রিগেড নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইন লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে ।
- কুদস ব্রিগেড শহিদ আবু আলি মুস্তফা ব্রিগেড ও আল আকসা শহিদ ব্রিগেডের সাথে মিলে নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের সামরিক যানকে লক্ষ্য করে হাউন মর্টার শেল ও ১০৭ ক্যালিবারের রকেট নিক্ষেপ করে ।
- কুদস ব্রিগেড জুহর আদ দিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে ।
আল আকসা শহিদ ব্রিগেড
- আল আকসা শহিদ ব্রিগেড নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইন ও তাদের সামরিক যানকে লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে ।
- আল আকসা শহিদ ব্রিগেড নেটজারিম এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল ও তাদের সামরিক যানকে লক্ষ্য করে ১০৭ ক্যালিবারের মিসাইল নিক্ষেপ করে এবং এর ভিডিও প্রকাশ করে।
- আল আকসা শহিদ ব্রিগেড গাজা গাজা সিটির পূর্বে কবরস্থানের উত্তর ব্লকে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে ।
মুজাহিদীন ব্রিগেড
- মুজাহিদিন ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের সামরিক যান লক্ষ্য করে হাউন মর্টার শেল নিক্ষেপ করে। এবং এর ভিডিও প্রকাশ করে।
সূত্র: আল ইলামুল আসকারি
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link