নিউজনেস্ট

শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতার কর্মচারী

শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতার কর্মচারী
শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতার কর্মচারী। ছবি: সংগৃহীত

বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখওয়াত হোসেন সুমন খান। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা সদরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে এই সুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুন্ডি ব্যবসা, জমি দখল, টেন্ডারবাজি, চোরাচালানসহ অসংখ্য অভিযোগ ছিল। এমনকি হুন্ডি ব্যবসার কারণে জেলাজুড়ে হুন্ডি সুমন নামেও পরিচিত ছিলেন তিনি।

উল্লেখ্য, অভিযুক্ত সুমনের মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসা, চোরাচালান এবং স্বর্ণ ও অর্থ পাচার ইত্যাদির বিষয়ে অনুসন্ধান করে লালমনিরহাট সিআইডি পুলিশ। অনুসন্ধানে সুমন খানের ব্যাংকে পাওয়া যায় ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকার সন্ধান। একই সাথে সুমনের স্ত্রী মোসা. নাহিদা আক্তার রুমার (৪৩) ব্যাংক অ্যাকাউন্টেও পাওয়া যায় ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকা।

এছাড়া সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের (৩৮) ব্যাংক অ্যাকাউন্টে মেলে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকা।

জব্দকৃত এসব অর্থের বিপরীতে বৈধ আয়ের উৎস না থাকায় ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪ (২) ধারায় উল্লেখিত তিনজনের বিরুদ্ধে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করে সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত