৩০শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লেবাননের চলমান সংঘাতে প্রায় ৯৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং প্রায় ৯০০ জন আহত হওয়ার দাবী করেছে হিজবুল্লাহ। গত বুধবার এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি করে।
এছাড়া বিবৃতিতে সংগঠনটি তাদের যোদ্ধাদের হাতে ৪২টি মারকাভা ট্যাঙ্ক এবং ৫টি ড্রোনসহ ইসরায়েলের ৫০টিরও বেশি সামরিক যান ধ্বংস হওয়ার দাবী করে।
হিজবুল্লাহর মতে, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় প্রবেশের চেষ্টা করলে, তাদের যোদ্ধারা যে কঠোর প্রতিরোধ করেছে এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতির হয়েছে তারই একটি প্রমাণ এই এই ঘটনা।
যদিও হিজবুল্লাহ ইসরায়েলের ৯৫ সেনা নিহত হওয়ার দাবী করেছে; কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী গত অক্টোবর মাসে ৮৭ জনের মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে ৬৪ জন সেনা এবং ২৩ জন বেসামরিক নাগরিক রয়েছে।
এদিকে সংঘাতের এই পরিস্থিতিতেও নিজেদের সরবরাহ লাইনগুলো দিয়ে যোদ্ধাদের প্রয়োজনীয় সামগ্রী ও সমর্থন দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। একই সঙ্গে বিভিন্ন পয়েন্টগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর কার্যক্রমের ওপরও নজর রাখছে তারা। এবং প্রতিদিনই ইসরায়েলি স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। সর্বশেষ, ১৭ই সেপ্টেম্বর থেকে লেবানন এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও এলাকা লক্ষ্য করে প্রায় ৬৫৫টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে গত তিন দিনেই ৬৩ বার ইসরায়েলে হামলা চালিয়েছে। এছাড়া ১৭০টিরও বেশি ড্রোন দিয়ে ৭৬ বার ড্রোন হামলা চালিয়েছে তারা।