গাজায় ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ নিতে আজ ১লা নভেম্বর শক্রবার ভোরে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছয়টি কামিকাজি ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।
এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, ছয়টি কামিকাজি ড্রোনের তিনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দখলকৃত এলাকার দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর পাশাপাশি অন্য তিনটি কামকাজি ড্রোন ইসরায়েলের দখলকৃত গোলানের দুটি জায়গায় এবং মধ্য ইসরায়েলের একটি টার্গেটে সফলভাবে আঘাত হানে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে গত কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সম্প্রতি এক বিবৃতিতে সংগঠটি এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
সূত্র : আল জাজিরা