তারিখ প্রদর্শন

প্রতি সপ্তাহে জনপ্রতি ৫ লাখ টাকা পাবে ২০০ শহিদ পরিবার: সারজিস আলম

প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবার পাবে ৫ লাখ টাকা: সারজিস আলম
প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবার পাবে ৫ লাখ টাকা: সারজিস আলম। ছবি: নিউজনেস্ট

আগামী ২রা নভেম্বর শনিবার থেকে জুলাই বিপ্লবে শহিদ ছাত্র-জনতার পরিবারকে সহায়তা প্রদান কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন। আগামিকাল শনিবার ২রা নভেম্বর থেকে প্রতি সপ্তাহে ২০০ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ফাউন্ডেশন।

শুক্রবার রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সদস্য সচিব সমন্বয়ক সারজিস আলম জানান, প্রথম দফায় ঢাকা বিভাগের শহিদ পরিবারের কাছে অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে। সকল শহিদ পরিবারের উপস্থিতির সুবিধার্থে সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে ৫০টি করে পরিবারের মধ্যে এই সহায়তা বিতরণ করা হবে।

সারজিস আলম আরও জানান, জুলাই আন্দোলনে আহতদের জন্য ১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ফাউন্ডেশনের হেল্পলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিন দিনের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া শহিদ পরিবারের পুনর্বাসনের জন্যও পরিকল্পনা রয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের।

আমাদের ফলো করুন