গতকাল ৩১শে অক্টোবর বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের গেটে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে পত্রিকা দুটির বিরুদ্ধে প্রতিবাদ জানান ঢাবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এই সমস্ত সংবাদমাধ্যম থেকে সম্প্রতি চট্টগ্রামে সংখ্যালঘু ইস্যুতে উসকানিমূলক সংবাদ এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণহত্যার সাফাই দেওয়া হয়েছে।
এ সময় পত্রিকা শিক্ষার্থীরা পত্রিকা দুটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং পত্রিকা দুটিকে বয়কটের ডাক দেন। পরবর্তীতে এই প্রতিবাদের ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
এই প্রতিবাদের ব্যাপারে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, দীর্ঘদিন ধরেই সাবেক ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী ও প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দাসংস্থার বাংলাদেশের সার্বোভৌমত্বের জন্য হুমকি এমন এজেন্ডাকে সমর্থন করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে প্রথম আলো ও ডেইলি স্টার।
তিনি আরও বলেন, গত পরশু সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রতি সাধারণ জনতার জমে থাকা ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। আর আমরা সচেতন শিক্ষার্থীরা তাদের দৌরাত্ম্য সম্পর্কে আগে থেকেই অবগত ছিলাম।
এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের হীন কর্মকাণ্ডের প্রতিবাদস্বরূপ গতকাল রাতে পত্রিকা দুটো পোড়ানোর পাশাপাশি শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের পত্রিকা রুম থেকে প্রথম আলো এবং ডেইলি স্টার বর্জনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।