পাকিস্তানের বেলুচিস্তানের মাসটাঙ জেলায় পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা হামলায় ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার মাসটাঙ জেলার একটি বালিকা স্কুলের কাছে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে এ হামলাটি করা হয়। তবে হামলায় স্বাস্থ্যকর্মীদের কেউ হতাহত হয়নি।
মাসটাঙ জেলার পুলিশ কর্মকর্তা রহমত উল্লাহ জানান, হামলার পরপরই টিকাদান কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার নেপথ্যে কারা রয়েছে জানতে তদন্ত চলছে, তবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার নিন্দা জানিয়ে বলেন, শিশুদেরকে টার্গেট করা অত্যন্ত অমানবিক একটি বিষয়।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশ থেকে পোলিও বিলুপ্ত হয়ে গেলেও পাকিস্তান এবং আফগানিস্তান দেশ দু’টিতে এখনও টিকে রয়েছে শিশুদের এই ভয়াবহ রোগটি। যার কারণে প্রতি বছর দেশ দুটির বাচ্চাদেরকে এই টিকা দেওয়ার প্রয়োজন হয়।
সূত্র: এএফপি
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link