২০২৫ সালে গাজা ও লেবাননে যুদ্ধের খরচ মেটাতে সম্প্রতি ৭৪৪ বিলিয়ন শেকেল তথা ১৯৯.২৩ বিলিয়ন ডলারের বিশেষ বাজেটের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। বাজেটে শুধুমাত্র সামরিক খাতের জন্যই ধার্য কর হয়েছে মোট ১০২ বিলিয়ন শেকেল। মার্কিন ডলার হিসেবে যার পরিমাণ ২৭.৫ বিলিয়ন। রিজার্ভ সৈন্যদের জন্যও বরাদ্দ রাখা হয়েছে ৯ বিলিয়ন শেকেল। সেইসঙ্গে এই খাতে অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করতে প্রায় ৪০ বিলিয়ন শেকেল (১০.৬৬ বিলিয়ন ডলার) কর বৃদ্ধির সাথে অন্যান্য ব্যয় সংকোচনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া শুধু ঋণ পরিশোধে ব্যয় হবে এই বাজেটের ১৬১ বিলিয়ন শেকেল।
সদ্য অনুমোদিত এই বাজেট ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ।
তবে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ইয়াইয়ার লাপিদ মনে করেন, এই বাজেট ইসরায়েলের প্রতিটি পরিবারের উপর আর্থিক চাপ বৃদ্ধি করবে। যার কারণে ২০,০০০ শেকেল করে প্রতিটি পরিবারের বার্ষিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, বিশাল এই বাজেটে ঘাটতি রয়েছে ৮.৫%। তার সাথে সম্প্রতি যোগ হয়েছে দেশটির অর্থনীতির নানা সূচকের পতন। সম্প্রতি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ২০২৪ সালের অনুমিত অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা ১.১% থেকে কমিয়ে ০.৪% করেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা আইএমএফও দেশটির অনুমিত প্রবৃদ্ধির মাত্রা ১.৬% থেকে ০.৭%-এ নামিয়ে এনেছে। যা তুলে ধরছে, টানা যুদ্ধে ক্লান্ত ইসরায়েলের অর্থনীতির দীর্ঘমেয়াদি দুর্দশা।
সূত্র: বিভিন্ন সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা