সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে দিন দিন মুসলিমদের প্রতি ঘৃণা এবং বৈষম্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার বিশ্লেষক সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সির (এফআরএ) এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ২০১৬ সাল থেকেই ইউরোপে মুসলিমদের সাথে বৈষম্য ও ঘৃণামূলক আচরণের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে।
এক্ষেত্রে ইউরোপের অন্যতম দেশ বেলজিয়ামে মুসলিমদের অবস্থা সবচে ভয়াবহ। সম্প্রতি বেলজিয়াম ভিত্তিক সমতার পক্ষে, বৈষম্য এবং বর্ণবাদের বিরুদ্ধে কাজ করা সংস্থা ‘সেন্টার ফর ইক্যুয়াল অপরচুনিটিস এ্যান্ড অপজিশন টু রেসিজম ইউনিয়া’ এর পরিচালক প্যাট্রিক চারলিয়ার জানান, ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সির প্রতিবেদনে প্রকাশিত তথ্যের চেয়েও ভয়াবহ বেলজিয়ামের মুসলিমদের অবস্থা। বেলজিয়ামে বৈষম্যের শিকার প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই মুসলিম। এই চিত্র বেলজিয়ামে মুসলিমবিরোধী মনোভাবের গভীরতা প্রকাশ করে।
সম্প্রতি তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন বেলজিয়ামে ধর্মীয় বৈষম্যের বিষয়টি আসে, তখন এই বৈষম্যের ৯০ শতাংশই মুসলিমদের সাথে সম্পর্কিত।’ চারলিয়ার আরও বলেন, বেলজিয়ামে শিক্ষা, ব্যবসা এবং সামাজিক জীবনে মুসলিমদের প্রতি স্পষ্ট বৈরিতার চিত্র দেখা যাচ্ছে, যা ইউরোপের অন্যান্য দেশেও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
চারলিয়ার বলেন, ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত বেলজিয়ামে বৈষম্য সম্পর্কিত বেশিরভাগ অভিযোগ এসেছে চাকরির ক্ষেত্রে মুসলিম নারীদের হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা নিয়ে। সামাজিক মাধ্যম এবং স্কুলে বৈষম্যের ঘটনাও বেশ উল্লেখযোগ্য।’ চারলিয়ার আরও উল্লেখ করেন, বেলজিয়ামে অভিবাসীদের প্রতি বৈরী মনোভাব ক্রমে মুসলিম বিদ্বেষে পরিনত হয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হল বেলজিয়ামের নতুন সরকার তাদের পরিকল্পনায় ধর্মীয় প্রতীকের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি বিবেচনা করছে।
এমন পরিস্থিতিতে ইউরোপজুড়ে মুসলিমদের প্রতি বৈষম্য ও ঘৃণামূলক আচরণ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি। কারণ, এই পরিস্থিতি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কেই নয়, বরং সামগ্রিকভাবে ইউরোপীয় সমাজের সাম্য ও মানবিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link