নিউজনেস্ট

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, ভর্তি ৯৯৬ জন

ডেঙ্গুতে ১৭ দিনে ১০০ মৃত্যু, বছরের মোট মৃত্যু ৪১৫
ডেঙ্গু মশা। ছবি: সংগৃহীত

দেশে ক্রমে উদ্বেগজনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ১লা নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ২রা নভেম্বর শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১০ জনে।

ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ৪ জন, বরিশাল বিভাগে তিনজনসহ বিভিন্ন এলাকায় আরো অনেকের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ঢাকায় ৪৫২ জন এবং অন্যান্য বিভাগে ৫৪৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন। এদিকে গত এক দিনে ৭৯১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ভর্তি হয়। এবং এর মধ্যে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত