লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ নিজাম উদ্দিন। নিহত সেই প্রবাসী বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মোসা. আনোয়ারা বেগম দম্পতির সন্তান।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ২রা নভেম্বর শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে রাজধানী বৈরুতে নিজ কর্মক্ষেত্র হাজমিয়ে এলাকার একটি কফি শপে অবস্থানকালে ইসরায়েলি হামলায় নিজাম উদ্দিন মারা যান।
নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি তার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।