সম্প্রতি আফগানিস্তানে বিধবা, এতিম এবং প্রতিবন্ধীদের জন্য ১০ দশমিক ১৭ বিলিয়ন আফগানি রুপির বেশি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৬,৫৩,০০০ এর বেশি নিবন্ধিত বিধবা, এতিম এবং প্রতিবন্ধীদের কাছে ব্যাংক চ্যানেলের অধীনে পৌঁছানো হচ্ছে এই সহায়তা। এক্ষেত্রে তালিকা থেকে বাদ যাচ্ছে না পূর্বের সরকারের আমলে নিবন্ধিত হওয়া ব্যক্তিরাও।
ইতিমধ্যেই গত ছয় মাসের সহায়তা প্রদান কার্যক্রম শেষ হওয়ার পর গেল অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এই সহায়তা পৌঁছানোর নতুন ধাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি ফয়সাল খামুশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিবন্ধিত সমস্ত ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করতে নতুন করে এই বিতরণ কার্যক্রম চালু হয়েছে। যা সকল নিবন্ধিত ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করা পর্যন্ত চলমান থাকবে। এটি আফগান সমাজের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। যা সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের জীবনে কিছুটা হলেও স্বস্তি প্রদান করবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আশার বার্তা নিয়ে এসেছে এই পদক্ষেপ। আশা করা হচ্ছে, এই সহায়তা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
সূত্র: হুররিয়ত রেডিও