বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে দেশে গেল অক্টোবরে ২৪০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২০ টাকা হিসেবে বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ৭৪০ কোটি টাকা। অর্থাৎ দেশে দিন হিসেবে গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৭ কোটি ৭৩ লাখ ডলার। দেশের রেমিট্যান্স খাতে যা এক নতুন মাইলফলক।
কারণ, ২০২৩ সালের অক্টোবরের তুলনায় গেল অক্টোবরে পাঠানো রেমিট্যান্স ২১ শতাংশ বেশি। গত বছর অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ডলার। যা আবার তার আগের বছরের অক্টোবরে আসা ১৫২ কোটি ডলার থেকে বেশি।
ব্যাংক ভিত্তিক রেমিট্যান্সের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে ৭২ কোটি ৬১ লাখ ডলার। এর মধ্যে একটি ব্যাংকের মাধ্যমেই এসেছে প্রায় ১২ কোটি ডলার। অন্যদিকে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ১৫৪ কোটি ডলার ও ৭১ লাখ ডলার। তবে এর মধ্যেও ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এই ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বেশ কিছু বেসরকারি ও বিদেশি ব্যাংক রয়েছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্সের ইতিবাচক প্রবণতা লক্ষণীয় ছিল। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স আসে।
অপর দিকে বিগত দুই অর্থ বছরেও দেশের রেমিট্যান্স খাতে ব্যপক অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স আসে ২,৩৯২ কোটি ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। এছাড়া ২০২০-২১ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স আসে ২,৪৭৭ কোটি ডলার। দেশের রেমিট্যান্সের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাভাআবিকভাবেই দেশের রেমিট্যান্সের অব্যাহত এই রেকর্ড দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করছে।