মোবাইল কলরেট কমানো এবং আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রোববার ৩রা নভেম্বর গ্রামীণফোন ও রবির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে এই পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় জুলাইয়ের গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় অপারেটরদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
সেই সাথে বৈঠকে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথাও তুলে ধরেন উপদেষ্টা নাহিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা।’
এদিকে বৈঠকে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান উপদেষ্টা নাহিদের কাছে টেলিযোগাযোগ খাতের পরিবর্তিত অবস্থার প্রশংসা করেন। অন্যদিকে রবির সিইও রাজিব শেঠী বৈঠকে মুনাফায় প্রভাব সৃষ্টিকারী কমিশনের ধাপগুলো নিয়ে কথা বলেন। বৈঠক সম্পর্কে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।