তারিখ প্রদর্শন
লোগো

এবার রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রোববার ৩রা নভেম্বর বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে এ কথা বলেন চরমোনাই পীর।

গণসমাবেশে তিনি আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির কথাবার্তায় বিরোধ দেখা দিয়েছে এবং পরিস্থিতির মোকাবিলায় তার কার্যকলাপ কচ্ছপের মতো মনে হচ্ছে।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর থেকে ক্ষমতায় বসা প্রতিটি সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে। তাই এখন ইসলামী দলগুলো একত্রিত হলে ইসলামী রাষ্ট্র গঠনের অপার সম্ভাবনা রয়েছে। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আনার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনেরও দাবি জানান চরমোনাই পীর।

এদিকে গণসমাবেশে সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল আওয়ামী লীগের পরবর্তী অবস্থা স্মরণ করিয়ে দিয়ে দেশে সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানান। অন্যদিকে বাগেরহাটের সমাবেশে স্থানীয় নেতারা এ সময় ইসলামের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *