সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এর ১০০ জনেরও বেশি সংবাদকর্মী গাজা সম্পর্কিত প্রতিবেদনে বিবিসি নিরপেক্ষ না থাকার অভিযোগ তুলেছেন। তাদের মতে, বিবিসি তার প্রতিবেদনে ইসরায়েলকে ইতিবাচকভাবে উপস্থাপন করছে। সংবাদকর্মীদের দাবি, গাজা নিয়ে বিবিসির উচিত সঠিক তথ্য প্রচারের সাথে নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বজায় রাখা।
এদিকে বিবিসির পক্ষপাতমূলক সাংবাদিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদমধ্যমটির মহাপরিচালক টিম ডেভি’কে একটি চিঠিও দিয়েছেন বিবিসির আলোচিত সেই ১০০জন সংবাদকর্মী।
বিশ্লেষণধর্মী ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্টে প্রকাশিত সেই চিঠিতে ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য সাইদা ওয়ারসি এবং বাফটা অ্যাওয়ার্ড জয়ী ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন’সহ গণমাধ্যম শিল্পের ২৩০ জনেরও বেশি বিখ্যাত ব্যক্তির স্বাক্ষর রয়েছে। চিঠিতে বিবিসিকে নির্ভীক ও পক্ষপাতহীনভাবে সংবাদ প্রকাশ করে সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানিয়ে নিম্নে উল্লখিত কয়েকটি বিষয় স্পষ্ট তুলে ধরতে বলা হয়।
- গাজায় প্রবেশে ইসরায়েলি বাঁধা স্পষ্ট করে উল্লেখ করা।
- ইসরায়েলের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ না থাকলে তা স্পষ্টভাবে তুলে ধরা।
- শিরোনামে ইসরায়েলের ভূমিকা পরিষ্কার উল্লেখ করা।
- সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিনিধিদের দৃঢ়ভাবে চ্যালেঞ্জ জানানো।
তবে অন্যদিকে উপরে উল্লেখিত অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বিবিসি দাবী করেছে, তারা সর্বোচ্চ নির্ভরযোগ্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link