নিউজনেস্ট

পুলিশে নিয়োগ পাচ্ছে আওয়ামীপন্থী সাড়ে ৩ হাজার কনস্টেবল

পুলিশে নিয়োগ পাচ্ছে আওয়ামীপন্থী সাড়ে ৩ হাজার কনস্টেবল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গুলি করছে এক পুলিশ। ছবি: সংগৃহীত

চলতি নভেম্বরে চূড়ান্ত নিয়োগ পেতে যাচ্ছেন আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত তিন হাজার ৫৭৪ জন প্রশিক্ষিত কনস্টেবল। গত জুন থেকে দেশের বিভিন্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত রয়েছে এসব কনস্টেবল। ফলে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বেশির ভাগ দলীয় পরিচয়, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাবকে বিবেচনায় নেওয়া হতো। এর ফলে দলীয় সংযোগ এবং বিশেষ এলাকার পরিচয় ব্যবহার করে অনেকেই কনস্টেবলসহ বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন। এমনকি স্বৈরাচারের পতনের পর বিশেষ বিবেচনায় নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তা এখনও পুলিশের বিভিন্ন পদে বহাল রয়েছেন। অনেকে আবার অবসর গ্রহণ করলেও ঢাকায় পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের উচ্চ পদে রয়েছেন।  

এ বিষয়ে সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, বিশেষ সুবিধা ব্যবহার করে পুলিশে নিয়োগ পাওয়া অনেকেই বর্তমানে আইজিপি, অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন বা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বিষয়টি আরো তদন্ত করতে গত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত কনস্টেবল ও সাব-ইন্সপেক্টরদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে জমা দেওয়া হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে ডিএমপি ও বিভিন্ন মহানগর পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক বৈধ আদেশ অমান্য করার অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা পুলিশের মধ্যে থাকা বিভাজনকেই মূলত প্রকাশ করে দিচ্ছে।

এছাড়া ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের দিন রাজারবাগ পুলিশ লাইন্সে বিশৃঙ্খলায় অংশগ্রহণকারী কনস্টেবলদের বেশিরভাগই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং তাদের নিয়োগে রাজনৈতিক প্রভাবের প্রমাণ পাওয়া মর্মে সংবাদ পাওয়া গেছে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ব্যাপারে অভিযোগ করে বলা হয়েছে, ‘দলের স্বার্থে পুলিশের এই নিয়োগ প্রক্রিয়া শুধু বর্তমান থেকে নয়, বরং গত ১৫ বছর ধরে এমনটা পরিচালিত হয়ে আসছে। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত এসব নিয়োগ যাচাই ও ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাই।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন দাবীর প্রেক্ষিতে এবং স্থানীয় ছাত্র সংগঠনগুলোর আপত্তিতে সবশেষ রাজশাহীতে এএসপি ও সাব-ইন্সপেক্টরদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত