জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় জনগণের কাছে প্রশংসিত হচ্ছে আফগান পুলিশ। সম্প্রতি আফগানিস্তানের প্রসিদ্ধ সংবাদমাধ্যম হুররিয়াত রেডিও আফগান পুলিশ বাহিনীর জনবান্ধব কাজের প্রশংসা করে প্রকাশ করেছে এক বিশদ প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে আফগান পুলিশের ভূমিকা দিনদিন অপরিহার্য হয়ে উঠছে। স্বাধীনতার পর বিদেশি দখলদারদের বিরুদ্ধে সংগ্রামকারী লোকদের দিয়ে নতুন করে গঠন করা হয় এই বাহিনী। ফলে, দেশপ্রেম, স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ধর্মীয় অঙ্গীকারে নিবেদিতপ্রাণ আফগান পুলিশ দেশটির মানুষের কাছে আদর্শ হয়ে উঠেছে।
দেশের সুরক্ষায় এক অটল ঢাল
ইতিমধ্যেই জনগণের রক্ষক এবং নিরাপদ বন্ধু হিসেবে আফগান পুলিশ বাহিনী দৃঢ়ভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। দেশের বিভিন্ন পুলিশ কলেজ থেকে উচ্চ প্রশিক্ষণে উত্তীর্ণ এসব পুলিশ সদস্যগণ ইসলামি নীতি নৈতিকতায় গভীর বিশ্বাসী হওয়ায়, তাদের দয়া, ন্যায়বিচার এবং সেবা জনগণকে অনুপ্রাণিত করে।
শত্রুর প্রতি কঠোর, জনগণের প্রতি সহানুভূতিশীল
আফগানিস্তানের পুলিশ বাহিনী যেমন দেশের সকল জনগণের প্রতি সহানুভূতিশীল; তেমনি শত্রুর প্রতি কঠোর। আফগান পুলিশ বাহিনীর এই অবস্থান তাদেরকে দায়িত্বশীল এবং জনগণের সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া আফগানিস্তানের বর্তমান সরকারের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফগান পুলিশ বাহিনী সে সিদ্ধান্ত বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ফলে বর্তমানে আফগান জনগণের মধ্যে ঐক্য ও সহমর্মিতার এক শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে।
নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় একত্রে জনগণ ও পুলিশ
এদিকে আফগান পুলিশ বাহিনী জনবান্ধব হওয়ায় আফগান জনগণ সব ক্ষেত্রেই পুলিশের সঙ্গে সহযোগিতা করে চলছে। যা দেশব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ আর জনগনের এই অংশীদারিত্ব ও সংহতি নিরাপত্তা বাহিনী ও জনগণের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে দিয়েছে। এর ফলে আফগান জাতি এখন ক্রমাগত উন্নতির পথে এগিয়ে চলেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত হতে যাচ্ছে।
ন্যায়বিচারের প্রতীক, নিপীড়নের প্রতিরোধক
জনগণের অধিকার রক্ষায় আফগান পুলিশ সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ। আফগানিস্তানের এই বাহিনী নিজেদেরকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে জনসাধারণের সেবায় নিবেদিত করেছে। বর্তমানে তাই আফগান পুলিশ বাহিনী শুধুমাত্র আইন-শৃঙ্খলার রক্ষকই নয়, বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠারও একটি স্তম্ভ।
একত্রে নিরাপদ আফগানিস্তান গড়ার প্রচেষ্টা
আফগান পুলিশ বাহিনী ও জনগণ একসঙ্গে কাজ করে আফগানিস্তানকে একটি নিরাপদ, স্থিতিশীল এবং ন্যায়বিচারে পরিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামনে এগিয়ে যাচ্ছে। ইসলামি মূল্যবোধ থেকে পরিচালিত আফগানিস্তানের পুলিশ ও জনগনের এই একত্রিত প্রচেষ্টা দেশের ভবিষ্যৎকে নিরাপদ এবং সমৃদ্ধ করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। যাতে এখানে প্রতিটি নাগরিক নিরাপত্তা ও ন্যায়বিচারের আলোয় জীবন যাপন করতে পারবে।