আজ মঙ্গলবার ৫ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মহাসম্মেলন। সকাল থেকেই সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। পূর্বে সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিপুল জনসমাগমের কারণে সম্মেলন সকাল ৬টায় শুরু করা হয়।
সম্মেলনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হকসহ দেশবরেণ্য আলেমগণ উপস্থিত রয়েছেন। সম্মেলনে দিল্লির বিতর্কিত মাওলানা সাদ কান্ধলবির মতবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কওমি মাদরাসার প্রতি চক্রান্ত এবং ইসলাম নিয়ে প্রোপাগান্ডা সম্পর্কে চলছে আলোচনা। মূলত দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং ইসলাম রক্ষার প্রতি গুরুত্বারোপ করেই আজকের এই মহাসম্মেলন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তাবলিগ জামাতে মতবিরোধ ও বিতর্কের কারণে এই সমাবেশের প্রয়োজনীয়তা দেখা দেয়। মহাসম্মেলনে বক্তারা শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রমে বিভ্রান্তি দূরীকরণ এবং তাবলিগ জামাতের পুনর্গঠন ও প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত থাকার আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা তাবলিগ জামাতের ঐক্য ও ইসলামি মূল্যবোধ রক্ষায় আলেমদের নেতৃত্বে আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link
- নিজস্ব প্রতিবেদক, ঢাকা#molongui-disabled-link