নিউজনেস্ট

ইতালিতে গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েলের মোসাদ

ইতালিতে গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েলের মোসাদ
ইসরায়েলের পতাকা ও মোসাদের লোগো। ছবি: সংগৃহীত

ইতালিতে বড় ধরনের গুপ্তচরবৃত্তি কেলেঙ্কারিতে জড়িত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে ইতালির বিভিন্ন  সংবাদমাধ্যম। এদিকে ইতালি পুলিশের নথির বরাত দিয়ে ইসরায়েলি পত্রিকা ‘জেরুসালেম পোস্ট’ জানিয়েছে, ইসরায়েলি এজেন্টরা একটি ইতালীয় বেসরকারি কোম্পানির মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টার পাশাপাশি দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের ওপর নজরদারি চালিয়ে আসছিল।

অন্যদিকে ইতালির গণমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ ঘটনার আগে ২০২৩ সালের ৮ই ফেব্রুয়ারি দুইজন অজ্ঞাত ইসরায়েলি এজেন্ট অভিযুক্ত কোম্পানিটির অফিস পরিদর্শন করেন। ইতালির পুলিশের রিপোর্ট অনুযায়ী, মোসাদের ওই দুই এজেন্ট কোম্পানিটির কাছে ইউরোপে রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারের অর্থায়ন এবং আর্থিক কার্যক্রম সম্পর্কিত তথ্য জানতে চান।

তবে শুধু নজরদারিই নয়, মোসাদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ ইতালি সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইতালীয় সংবাদপত্র ‘ইল মেসাজেরো’র তথ্যমতে, মোসাদ ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইটি সার্ভারে অনুপ্রবেশ করে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধেও অপতৎপরতা চালায়।

অপরদিকে ইতালির কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, গুপ্তচরবৃত্তির এই কেলেঙ্কারিতে মোসাদের সাথে ইতালির বড় বড় মাফিয়া সদস্য, কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা এবং ইতালির কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত