নিউজনেস্ট

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে ৩০০টিরও বেশি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন বলে দাবীও করেছেন ট্রাম্প। ঘোষণার পূর্বেই নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ায় ট্রাম্প বলেন, এই ফলাফল আমেরিকান জনগণের ভালোবাসার প্রতিফলন। এদিকে বিজয় নিশ্চিত হওয়ায় নির্বাচনী প্রচারণার সদর দফতর থেকে মার্কিন জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।

ঐতিহাসিক বিজয়ের অনুভূতি

ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। আমরা দোদুল্যমান রাজ্যগুলোতেও বিপুল ভোটে জয়লাভ করেছি। ৩১৫টি ভোটে বিজয় নিশ্চিত হওয়া সত্যিই এক অসাধারণ অনুভূতি।’ এ সময় বক্তব্যে ট্রাম্প মার্কিন জনগণের সমর্থন ও ভালোবাসার প্রশংসা করেন।

রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিগন্ত

বক্তব্যে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘এটি এমন এক রাজনৈতিক বিজয়, যা আমাদের দেশে আগে কখনো দেখা যায়নি। আমাকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে এই সম্মান দেওয়ার জন্য আমেরিকান জনগণের প্রতি আমি কৃতজ্ঞ।’ ট্রাম্পের ভাষায়, দেশজুড়ে আসলে নতুন এক রাজনৈতিক জোয়ারের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

এছাড়া বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকাকে আবার মহান করে তুলবো। আমরা অপরাধীদের জন্য সীমান্ত বন্ধ করবো এবং সীমান্তের নিরাপত্তা জোরদার করবো। এই ঐতিহাসিক জয় আমাদের অনেক বাধা অতিক্রম করে পেতে হয়েছে।’

কংগ্রেসে রিপাবলিকানদের শক্ত অবস্থান

বক্তব্যে ট্রাম্প জানান, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার পর এখন কংগ্রেসের নিম্ন উচ্চ উভয় কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে। এতে রিপাবলিকানদের হাতে মার্কিন নীতি নির্ধারণে শক্তিশালী ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইলেক্টোরাল কলেজ ভোটের নির্ধারিত ২৭০ ভোট পেতে ডোনাল্ড ট্রাম্পের মাত্র ৩ ভোট বাকি থাকায় প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের নাম। এর প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই ফোনে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত