যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিবৃতিতে হামাস ট্রাম্পকে সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে জনগণ এখনো অটল রয়েছে এবং কোনভাবেই তারা দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ থেকে সরে আসবে না।
হামাস ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার নতুন প্রশাসনের প্রতি তাদের অবস্থান কেবলমাত্র ফিলিস্তিনের জনগণকে সমর্থন এবং তাদের প্রতি বাস্তবসম্মত আচরণের উপরেই নির্ধারিত হবে। ফিলিস্তিনের জনগণ এমন কোন সমাধান বা প্রক্রিয়া মেনে নেবে না, যা ফিলিস্তিনিদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে বাধাগ্রস্ত করে।
বিশষজ্ঞদের মতে, হামাসের এই বিবৃতি ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের প্রতি স্পষ্ট সতর্কবার্তা। বিবৃতিটি একদিকে যেমন আমেরিকার নতুন প্রশাসনের প্রতি এক ধরনের সতর্কবার্তা দেয়, তেমনই দখলদার শক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের দৃঢ় প্রতিজ্ঞার বার্তাও বহন করে। হামাসের এই বিবৃতির কারণে ভবিষ্যতে ফিলিস্তিন-আমেরিকা সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে। কারণ, ট্রাম্প প্রশাসনের নীতি ফিলিস্তিন প্রশ্নে কেমন হবে, তা বর্তমানে অনেকটাই অনুমিত।
সূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link