নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস হিসেবে এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এবারের মার্কিন নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচে গুরুত্বপূর্ণ নির্বাচন। যেসব কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল তা নিম্নরূপ:
পৃথক দুই মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই এমন প্রেসিডেন্ট, যিনি পৃথক দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের আগে এমনটি যুক্তরাষ্ট্রের শুধুমাত্র একজন প্রেসিডেন্টের সাথেই হয়েছে। গ্রোভার ক্লিভল্যান্ড নামের ২২তম ও ২৪তম মার্কিন প্রেসিডেন্টই শুধু পৃথক দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে যা দুর্লভই বলা যায়।
কমলা যা হতে পারলেন না
রিপাবলিকান হয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিহাস গড়তে পারলেও ইতিহাস গড়া হল না কমলার। সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে তিনিই হতে পারতেন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট। শুধু তাই নয়, আরও একটি রেকর্ড গড়তে পারতেন তিনি। কমলা নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টও তিনিই হতেন। এছাড়া একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হতেন কমলা।
যেখানে ট্রাম্পই প্রথম
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার ইতিহাসে ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্টেট; উভয় পর্যায়েই ট্রাম্পেরর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। এ কারণে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি এমন অপরাধের রেকর্ড থাকা সত্ত্বেও প্রেসিডেন্টের পদ গ্রহণ করেছেন।
কিন্তু এখানে বাইডনই সর্বপ্রথম…
যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনে এবারই প্রথম প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটেছে। এখনো প্রেসিডেন্ট পদে বহাল জো বাইডেন নির্বাচনের মাত্র তিন মাস পূর্বে দ্বিতীয় বার প্রার্থী হওয়া থেকে সরে আসার ঘোষণা দেন। মার্কিন রাজনীতির ইতিহাসে যা ছিল দুর্লভ একটি বিষয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে এমন প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা এবারের নির্বাচনেই প্রথম ঘটেছে।
এই নির্বাচন ছিল ১৮৬০ সাল থেকেও গুরুত্বপূর্ণ
এবারের মার্কিন নির্বাচন ছিল ১৮৬০ সালের নির্বাচন থেকেও গুরুত্বপূর্ণ। এতদিন ১৮৬০ সালের মার্কিন নির্বাচনকে যুক্তরাষ্ট্রের সবচে গুরুত্বপূর্ণ নির্বাচন মনে করা হলেও ২০২৪এর মার্কিন নির্বাচন সব গুরুত্বকে ছাপিয়ে গেছে। উল্লেখ্য, দাসপ্রথাকে কেন্দ্র করে আমেরিকায় ঘটা গৃহযুদ্ধের কারণে ১৮৬০ সালের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ, ১৮৬০ সালের নির্বাচিত সরকারই দীর্ঘ ৪ বছর যুদ্ধের পর দাসপ্রথাকে আমেরিকা থেকে ব্লুপ্ত করতে করতে সক্ষম হয়।
সর্বোপরি এটি ছিল পুরো বিশ্বের নির্বাচন
এবারের নির্বাচন যে শুধু মার্কিনিদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল বিষয়টি এমন নয়। কারণ, বিশ্বের রাজনৈতিক উত্তেজনাপূর্ণ অঞ্চল, অনেক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ভবিষ্যৎ এই নির্বাচনের উপরই নির্ভর করছিল। উদাহরণস্বরূপ, গাজা, লেবানন, ইউক্রেন, তাইওয়ান, ইয়েমেন, সুদান সঙ্কটের ভবিষ্যৎ এবারের নির্বাচনের বিভিন্ন সমীকরণের সাথে সম্পৃক্ত ছিল।
সূত্র: আল জাজিরা