নিউজনেস্ট

গাজা যুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে শঙ্কায় মধ্যপ্রাচ্য 

গাজা যুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে শঙ্কায় মধ্যপ্রাচ্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গালফ নিউজ

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হওয়াতে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসরায়েলের ব্যাপারে ডেমোক্রেটের কমলা হ্যারিস যদিও স্বর খানিকটা নিচে রাখার নীতি গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু ট্রাম্প বরাবরই তার উল্টো। সম্প্রতি ইসরায়েলের সমর্থনে সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারণায় ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, নির্বাচনে তিনি জয়ী না হলে দুই বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বও থাকবে না! ইসরায়েলকে সমর্থনের ব্যাপারে যা অত্যন্ত স্পষ্ট একটি বক্তব্য।

যুদ্ধের অবসান ঘটানোর প্রতিজ্ঞা

এদিকে ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস যাবত দাবী করে আসছেন, তিনি অতি দ্রুত গাজা যুদ্ধের অবসান ঘটাবেন। তবে এক্ষেত্রে ইসরায়েলের সমর্থনেই যুদ্ধের অবসান ঘটাতে চান ট্রাম্প। কারণ, গাজা যুদ্ধে ইসরায়েলের জয়ী হওয়াকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করেন ট্রাম্প।

ফিলিস্তিনি জনগণ

অন্যদিকে ইসরায়েলের সহায়তায় যুদ্ধের অবসানের কথা বললেও ফিলিস্তিনি জনগণকে সহায়তার কথা বিন্দুমাত্র বলেননি ডোনাল্ড ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধারাবাহিক যে সহায়তা করে আসছে, সে ব্যাপারে মুখই খুলেননি।

দ্বি-রাষ্ট্র সমাধান

উল্লেখ্য,৭ই অক্টোবর হামলার পর থেকে ফিলিস্তিন ইস্যুতে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ কথা রহস্যজসকভাবে হ্যারিস-ট্রাম্প উভয়ের বক্তৃতাতেই বিষয়টি অনুপস্থিত ছিল। এমনকি হ্যারিস অনুচ্চ স্বরে কিছু বললেও ট্রাম্প এখন পর্যন্ত এ বিষয়ে কোন কথাই বলেননি।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত