দেশে পেঁয়াজের ক্রমাগত মূল্যবৃদ্ধি রোধে নতুন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করতে আমদানিতে আরোপিত সব শুল্ক ও কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার রাতে এনবিআরের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান ১০ শতাংশ শুল্ক পুরোপুরি কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে। এর ফলে এখন থেকে পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক বা রেগুলেটরি কর প্রযোজ্য হবে না।
এনবিআরের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্ক মওকুফের ফলে বাজারে পেঁয়াজের দাম দ্রুতই কমে আসবে এবং বাজার স্থিতিশীল থাকবে।