ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামি মহাসম্মেলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে সম্মেলন আয়োজক ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’। বুধবার এক বিবৃতিতে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
মাওলানা ফারুক বলেন, দেশজুড়ে ধর্মীয় নেতাদের পাশাপাশি সর্বস্তরের মানুষ সম্মেলনে অংশ নিয়ে একে সফল করতে সাহায্য করেছে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থনে আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং এক্ষেত্রে ঢাকাবাসীর সহনশীলতাও প্রশংসনীয়।
এছাড়া বিবৃতিতে গণমাধ্যম থেকে সম্মেলন ইতিবাচকভাবে প্রচারের জন্যও তিনি ধন্যবাদ জানিয়ে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, ‘গণমাধ্যমের পক্ষ থেকে এই মহাসম্মেলনের ইতিবাচক প্রচার এই মহাসম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করেছে।’