নিউজনেস্ট

অবশেষে বাতিল হল বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন

অবশেষে বাতিল হল বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে বৈঠক। ছবি: সংগৃহীত

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, ‘আইনটি বাতিলের বিষয়টি আগেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছিল।’

এর আগে গত ৩রা অক্টোবর আইন উপদেষ্টা আসিফ নজরুলও এই আইনের সমালোচনা করে বলেছিলেন, ‘সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত। এবং এর পরিবর্তে এমন আইন প্রণয়ন করা প্রয়োজন যা নাগরিকদের সুরক্ষা দিতে পারে। তিনি উল্লেখ করেন, নতুন আইনের মূল লক্ষ্য হবে সাইবার সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষ করে নাগরিকদের নিরাপত্তা রক্ষা।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তার জায়গায় বিতর্কিত এই সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু নতুন আইনটির বিরুদ্ধেও সাংবাদিকসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ওঠে, যা শেষ পর্যন্ত আইনটি বাতিলের পথ তৈরি করে।

এদিকে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ  নাগরিক সমাজের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে আইনটি বাতিলের ফলে দেশে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত হবে বলে তারা আশা ব্যক্ত করেছেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত