দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে নতুন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। এ প্রসঙ্গে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি দৃঢ় ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়টি যুক্তরাষ্ট্রের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকের ভিত্তি হতে পারে ২০২০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে স্বাক্ষরিত ঐতিহাসিক দোহা চুক্তি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দীর্ঘ ২০ বছরের যুদ্ধ থেকে মুক্তিলাভ করে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা পুনরায় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে চলমান আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাতের নিরসনে একটি গঠনমূলক ভূমিকা পালন করবেন। বিশেষত গাজা ও লেবাননের চলমান সংকট নিরসনে তিনি উদ্যোগী হবেন বলে তাদের প্রত্যাশা।

আফগান সরকারের মতে, গাজা ও লেবাননে আগ্রাসনের অবসানে কঠোর অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, আফগানিস্তানের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করলে বিশ্বজুড়ে নিঃসন্দেহে তা হবে অভূতপূর্ব এক ঘটনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *