সম্প্রতি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরায়েলি নাগরিক এবং ফিলিস্তিন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সমর্থক।
ইসরায়েলি পত্রিকা ‘ইসরায়েল হায়োমের’ প্রতিবেদন অনুযায়ী, মূলত ঘটনার সূত্রপাত হয়,গতকাল ৭ই নভেম্বর বৃহস্পতিবার ইউরোপিয়ান লিগের আয়াক্স অ্যামস্টারডাম এবং ইসরায়েলের মাকাবি তেলআবিবের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচে ডাচ ক্লাব আয়াক্স ইসরায়েলি ফুটবল ক্লাব ‘মাকাবি তেলআবিবের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে ম্যাচটি জিতে গেলে বিক্ষুদ্ধ কিছু ইসরায়েলি সমর্থক ফিলিস্তিনের পতাকা ছিঁড়ে ফেলে।
এ ঘটনা ফিলিস্তিনপন্থী ডাচ সমর্থকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি করলে গণপিটুনির শিকার হন বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের সরকারি কর্মকর্তা সায়ার, জানিয়েছেন তারা আমস্টারডামে ইসরায়েলি সমর্থকদের ওপর হামলার বিষয়ে নেদারল্যান্ডসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন।
সূত্র: আল জাজিরা