নিউজনেস্ট

ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

সম্প্রতি চট্টগ্রাম নগরীর হাজারী লেনে হওয়া সংঘর্ষের প্রতিবাদে, চট্টগ্রামে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ শুক্রবার ৮ই নভেম্বর জুমার নামাজের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সমাবেশে বক্তারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি এবং হাজারী লেনের ব্যবসায়ী ওসমান আলীর দোকানে হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। এ সময় হেফাজত নেতারা সতর্ক করে বলেন, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা না হলে পরবর্তী সময়ে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ৫ই নভেম্বর ইসকনকে নিয়ে আলোচিত ওসমান আলীর ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর ছয়টি টহল দল ঘটনাস্থলে যায়। কিন্তু সেসময় যৌথ বাহিনীর সদস্যদের ওপর অ্যাসিড নিক্ষেপ ও পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। এতে যৌথ বাহিনীর বেশ কয়েকজন আহত হন।

পরে এই ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮০ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী ।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত