নিউজনেস্ট

পঞ্চ পাণ্ডবের কারণেই মূলত হেরেছেন কমলা হ্যারিস  

পঞ্চ পাণ্ডবের কারণেই মূলত হেরেছেন কমলা হ্যারিস  
পঞ্চ পাণ্ডবের কারণেই মূলত হেরেছেন কমলা হ্যারিস। ছবি: টিআরটি অ্যারাবিক

মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ে কারণ কী হতে পারে; এই নিয়ে বর্তমানে চলছে নানা বিশ্লেষণ। কিন্তু সকল বিশ্লেষণ শেষে যে বিষয়টি কমলার পরাজয়ে সবচে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা হল পঞ্চ পাণ্ডবের কাহিনী। সদ্য সমাপ্ত নির্বাচনের সমস্ত ঘটনা প্রবাহ গভীরভাবে লক্ষ্য করলেই বিষয়টি জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো কমলাকে হারানোর নেপথ্যে থাকা সেই পঞ্চ পাণ্ডব হল নিম্নরূপ:          

ইলন মাস্ক

কমলাকে হারানোর মূল কারিগর পঞ্চ পাণ্ডবের মধ্যে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন, বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের জয় ও লক্ষ্য পূরণের জন্য ইলন মাস্ক বিপুল অর্থ ব্যয় করেছেন। এবং বিপরীত প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।

জো বাইডেন

অনেক বিতর্কের পর যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটকে সহায়তা করতে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান জো বাইডেন। কিন্তু সেটিও ঘটে এমন সময়ে, যখন নির্বাচনি প্রচারণার অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। তাই প্রার্থীতা প্রত্যাহার করেও ট্রাম্পের বিপরীতে কমলা হ্যারিসকে নির্বাচনী প্রচারণার জন্য খুব অল্প সময়ই দিয়েছিলেন বাইডেন।

অ্যান্ডি মন্টগোমারি

এই ব্যক্তির কারণেই আমেরিকার নর্থ ক্যারোলেইনা রাজ্যে জয়ের দেখা পান ডোনাল্ড ট্রাম্প। কৃষ্ণাঙ্গ এই পেশাদার গলফ খেলোয়াড় পরে প্রতিশ্রুতি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেন। তাছাড়া এবারের ট্রাম্প প্রত্যাশার চেয়ে বেশিই ভোট পেয়েছেন কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনদের থেকে।

ভ্লাদিমির জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিকের বিশ্বাস, আমেরিকা যুদ্ধ পরিস্থিতি ও ইসরায়েল-ইউক্রেনের সহায়তায় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাঠিয়ে থাকে। আর ট্রাম্প তার রাজনীতিতে এটাকেই বেশ গুরুত্বপূর্ণ করে দেখিয়েছেন যে, ইউক্রেনে যুদ্ধ বন্ধের ব্যাপারে তিনি তৎপর। এ জন্য তিনিই উত্তম প্রার্থী।

বেনিয়ামিন নেতানিয়াহু

গাজা যুদ্ধের কারণে ডেমোক্র্যাট দলের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে। এদিকে ইসলামি সম্প্রদায়গুলো নেতানিয়াহুকে জো বাইডেনের নিঃশর্ত সহায়তার কারণে তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। আর অন্যদিকে ট্রাম্প ফিলিস্তিন নিয়ে তার অবস্থান স্পষ্ট না করলেও কমলার মত পরাজয়ের সম্মুখীন হতে হয়নি তাঁকে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত