ঢাকার পরিবেশ সুরক্ষায় নগরীর চারপাশে নৌ-পথ চালুর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। শুক্রবার সোয়ারীঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’ ও ‘বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন (বিবিএ)’ আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়।
মানববন্ধনে বক্তারা বুড়িগঙ্গাসহ আশেপাশের নদীগুলোর ড্রেজিং করে পানির প্রবাহ ফিরিয়ে আনার এবং নদীকে অবৈধ দখল ও দূষণমুক্ত করার তাগিদ দেন। এ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস আর সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবির সুমন।
মিহির বিশ্বাস বলেন, ‘নদীর প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ অপরদিকে বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ঢাকার চারপাশে নৌপথ চালুর পাশাপাশি সংযুক্ত খাল ও সংরক্ষিত প্লাবন অঞ্চল তৈরি করা প্রয়োজন।’
এছাড়া মানববন্ধনে রাজধানীর নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে শঙ্কা প্রকাশ করে ড. মাহবুব হোসেন বলেন, ‘দেশের নদীগুলো রক্ষা করা না গেলে ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে।’