নিউজনেস্ট

আবারও বিদ্যুৎ সরবরাহ ৪০ শতাংশ কমাল আদানি

ফ্যাসিস্ট হাসিনার আদানি চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি ৪০ ট্রিলিয়ন টাকা!
ফ্যাসিস্ট হাসিনার আদানি চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি ৪০ ট্রিলিয়ন টাকা!। ছবি: নিউজনেস্ট

বকেয়া বিল নিয়ে বিরোধের জেরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার। বর্তমানে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ ৪০ শতাংশের নিচে নেমেছে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, শুরুতে আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ১৪০০-১৫০০ মেগাওয়াট করলেও, চলতি মাসের শুরুর দিকে একটি ইউনিট বন্ধ করে একলাফে ৭০০ মেগাওয়াটে নামিয়ে নিয়ে আসে। এরপর সর্বশেষ গেল ৭ই নভেম্বর বৃহস্পতিবার, সরবরাহ আরও কমিয়ে ৫২০ মেগাওয়াটে নিয়ে আসে।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ সরকার আদানির সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ চুক্তি করলেও, সম্প্রতি কয়লার দাম ও বকেয়া বিল নিয়ে দেখা দিচ্ছে একের পর এক সমস্যা। আদানি পাওয়ারের দাবি, বকেয়া বিলের পরিমাণ প্রায় ১০ হাজার ২০০ কোটি টাকা। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, বকেয়ার পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি টাকার কাছাকাছি।

এদিকে বিল পরিশোধে ধীরগতির কারণে ৩১শে অক্টোবর থেকে পূর্বের তুলনায় চাপ বৃদ্ধি পূর্বক ৭ই নভেম্বরের মধ্যে পিডিবিকে বকেয়া বিল পরিশোধের আল্টেমিটাম দেয় আদানি। কিন্তু ৭ নভেম্বরেও বকেয়া বিল পরিশোধ না হওয়ায় সরবরাহ আরও এক ধাপ কমিয়ে দেয়। 

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত