নিউজনেস্ট

গাজায় চিকিৎসাটুকুও পাচ্ছেন না ফিলিস্তিনিরা

ইসরায়েলি আগ্রাসনে চিকিৎসাশূণ্য গাজার হাসপাতাল
পিতার কোলে ইসরায়েলি হামলায় শহিদ এক শিশু। ছবি: আল জাজিরা

সম্প্রতি গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সফিয়া জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলের অবরোধের কারণে চিকিৎসকগণ আহত ফিলিস্তিনিদের জীবন রক্ষায় ব্যর্থ হচ্ছেন। এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় প্রতিদিনই আহতরা পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

হুসাম আবু সফিয়া আরও বলেন, ‘ইসরায়েলের অবরোধের ফলে পানি, খাবার, ওষুধ ও চিকিৎসা সহায়তার প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। গাজার স্বাস্থ্য সেবা এখন আন্তর্জাতিক সহায়তা ছাড়া চালিয়ে যাওয়া অসম্ভব।’

এদিকে গত ২৬শে অক্টোবর, ইসরায়েলি বাহিনী প্রায় ২৪ ঘণ্টার জন্য কামাল আদওয়ান হাসপাতাল দখল করে রাখে। পরবর্তীতে তারা সেখান থেকে চলে গেলেও হাসপাতাল চত্বরে এবং বাইরে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে যায়।

ভয়াবহ মানবিক বিপর্যয়

উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনে গাজায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন সমর্থনে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শিশু ও নারীসহ ১,৪৬,০০০-এরও বেশি মানুষ হতাহত হয়েছেন। এবং ১০,০০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া প্রবল খাদ্য সংকট এবং অনাহারেও শিশুরা মৃত্যুবরণ করছে। ফলে ফিলিস্তিন সঙ্কট বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত