আজ শনিবার ৯ই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা নেই। শনিবার নাগরিক ফোরাম আয়োজিত ‘সংবিধান অনুলিখন না সংশোধন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানানোর দিন থেকেই সংবিধান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ রাষ্ট্রপতি চুপ্পুর কিছু বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করায় রাষ্ট্রপতির চেয়ারে থাকার অধিকার তার আর নেই।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রেজা, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সাবেক জেলা জজ ইফতেদার আহমেদ।