নিউজনেস্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা। ছবি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

আগামীকাল রোববার ১০ই নভেম্বর রাজধানীর গুলিস্তানে গণ জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি জানিয়েছে, বেলা ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে তারা আওয়ামী লীগের দ্রুত বিচারের দাবীতে গণ জমায়েত কর্মসূচি পালন করবে।

আজ শনিবার ৯ই নভেম্বর এক ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই গণজমায়েতের ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদের গণজমায়েত। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’ পোস্টে হাসানাত আব্দুল্লাহ গুলিস্তান জিরো পয়েন্টে এই গণজমায়েত কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে আমন্ত্রণ জানান।

এদিকে আগামীকাল একই স্থানে বিকেল ৩টায় শহিদ নূর হোসেনের স্মরণে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। তারা জানিয়েছে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। এছাড়া শহিদ নূর হোসেনের চত্বরে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীরা নূর হোসেনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

স্বাভাবিকভাবেই এই দুই কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুলিস্তান এলাকায় জনসচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাই আইন মেনে চলবেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত