দেশজুড়ে ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনের কারণে দৃষ্টি হারিয়েছেন ৭০০ যুবক। এবং আহত হয়েছেন প্রায় ৩০ হাজার। গতকাল ৯ই নভেম্বর শনিবার ময়মনসিংহ জেলা পরিষদের এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ।
এ সময় তিনি বলেন, সরকার আহতদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। এছাড়া তিনি তরুণদের উন্নয়নে কাজের সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, দেশের ৬৫ শতাংশ কর্মক্ষম জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হবে।
একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নতুন জ্ঞানের মাধ্যমে তরুণরা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভায় উপস্থিত আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা তরুণদের জন্য বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।