ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে ন্যাদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছেন সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মামলায় লন্ডনে অবস্থানরত আনোয়ারুজ্জামান অভিযোগ করেন, গত আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ, তাদের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বী গোষ্ঠীর বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হয়েছে।
বিতর্কিত আনোয়ারুজ্জামানের সেই মামলার অভিযুক্তদের তালিকায় আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম রয়েছে। এছাড়া প্রায় ৮০০ পৃষ্ঠার নথিপত্রসহ আনোয়ারুজ্জামানের অভিযোগে প্রায় ১৫ হাজার ভুক্তভোগীর কথাও উল্লেখ করা হয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানে সরকার পতনের পর উধাও হয়ে যান সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে সংবাদ মারফত লণ্ডনে তার অবস্থানের সংবাদ পাওয়া যায়।