নিউজনেস্ট

গুলিস্তানে আ.লীগ কার্যালয় থেকে সন্দেহভাজন একজন আটক

গুলিস্তানে আ.লীগ কার্যালয় থেকে সন্দেহভাজন একজন আটক
গুলিস্তানের আ’ লীগের কার্যালয় থেকে এ ব্যক্তিকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

সন্দেহজনক তৎপরতার অভিযোগে গতকাল শনিবার ৯ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি পালিয়ে যায় ।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের একটি টিমের সদস্য বলে জানা গেছে। তার মোবাইল ফোনে সরকারবিরোধী বিভিন্ন পোস্টারের ছবি এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সন্দেহজনক তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আজ রবিবার ১০ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, আটক হওয়ার পর ওই ব্যক্তি কিছু টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া ওই ব্যক্তির ফেসবুক পোস্টে ড. ইউনূসের ফাঁসি চেয়ে কিছু লেখা থাকার অভিযোগও উঠেছে। পরে পল্টন থানায় বিষয়টি জানানো হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে এসেছে।

এদিকে আটককৃত ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে দাবি করে বলেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং তিনি কোনো কর্মসূচিতে যোগ দিতে আসেননি। তবে পুলিশ এ বিষয়ে এখনো তদন্ত করছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত