শেখ হাসিনাসহ ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
আজ রোববার ১০ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি আন্তর্জাতিক বিচার আদালতে আওয়ামী লীগের মামলা প্রসঙ্গে জানান, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগ মিথ্যা অভিযোগ দাখিল করেছে, যা সরকার গুরুত্ব দিচ্ছে না।
এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এখনো আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। তবে ব্যক্তিগত পর্যায়ের তদন্তে সংগঠনটির বিভিন্ন শাখার সদস্যদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।