নিউজনেস্ট

মায়ের কোলে আর ফিরবে না মুনতাহা

মায়ের কোলে আর ফিরবে না মুনতাহা
সাত দিন ধরে নিখোঁজ থাকার পর মুনতাহার মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে সাত দিন ধরে নিখোঁজ থাকার পর আলোচিত ছয় বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ১০ই নভেম্বর ভোরে বাড়ির পাশের পুকুর থেকে রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়াল জানান, গলায় রশি পেঁচানো এবং শরীরে ক্ষতচিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মুনতাহার বাবাও তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩রা নভেম্বর সকালে ওয়াজ মাহফিল থেকে ফেরার পর বাড়ির  আশপাশে খেলতে গিয়ে নিখোঁজ হন ৬ বছর বয়সী শিশু মুনতাহা। এরপর তাকে খুঁজে পাওয়ার জন্য তার বাবা টাকা ও চাকরির পুরস্কারের ঘোষণা দিলেও আদরের মেয়েকে বাড়ীর নিকটবর্তী পুকুরে মৃত অবস্থায় উদ্ধার হয় মুনতাহা।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত