আজ ১০ই নভেম্বর রোববার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে দেখা দিয়েছে উত্তেজনা। সাম্প্রতিক জুলাই বিপ্লব ও সরকারের পালাবদলের পটভূমিতে আ. লীগের কর্মসূচির পাল্টা জবাবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গুলিস্তানের জিরো পয়েন্ট ও আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছে। সকাল থেকে সেখানে এদের অবস্থান স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে একত্রিত হচ্ছেন।
এদিকে ঢাকার কেন্দ্রস্থলে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলিস্তানের নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে অন্যান্য দিনের তুলনায় আজ পুলিশ সদস্যদের উপস্থিতি বেশি দেখা গেছে।
এর আগে গতকাল শনিবার আ. লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে আজ বিকাল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এবং দলটির নেতাকর্মীদের সেখানে উপস্থিতির আহ্বান জানানো হয়। এই ঘোষণা আসার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। শনিবার সন্ধ্যার পর থেকেই বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন গুলিস্তানে অবস্থান নেয়। রাতে ছাত্রলীগের সন্দেহভাজন দুই কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করার ঘটনাও ঘটেছে।
আজ সকাল ৮টার দিকে শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাদের পরপরই সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানানোর কার্যক্রম শুরু করেন।