শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এতোদিন যা ছিল একটি আতঙ্কের নাম। সেই ১৯৯০ সালে প্রথম খেলতে গিয়েছিল এই স্টেডিয়ামে। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। টেস্ট স্ট্যাটাস না পাওয়া বাংলাদেশ কোনো পাত্তাই পায়নি সেই ম্যাচে। ১৬১ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল সেদিন।
তারপর কেটে গেল দীর্ঘ ৩৪টি বছর। এই দীর্ঘ সময়েও সেই খরা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এমনকি আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও যখন হেরে গেল, তখন ক্রিকেটপ্রেমিরা হয়ত ধরেই নিয়েছিল—আর মনে হয় শারজাহ খরা কাটানো গেল না।
অবশেষে বাংলাদেশ ক্রিকেট দল তাদের ‘শারজাহ-খরা’ কাটিয়ে উঠতে সক্ষম হলো। গতকাল আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো তারা। সেই সাথে ‘অজেয় শারজাহ’ বিজয় করলো। আগামী ১১ নভেম্বর এই মাঠে সিরিজের শেষ ম্যাচটাও জিতে নিয়ে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে শারজাহর দুঃস্মৃতি কিছুটা মুছে দেওয়ার।