নিউজনেস্ট

হারের গণ্ডিতেই ঘুরপাক খাচ্ছে ম্যানসিটি

হারের গণ্ডিতেই ঘুরপাক খাচ্ছে ম্যানসিটি
হারের গণ্ডিতেই ঘুরপাক খাচ্ছে ম্যানসিটি। ছবি: সংগৃহীত

ম্যাচের তখন ৭৭ মিনিট। হালান্ডের একমাত্র গোলে ম্যানসিটি তখনও এগিয়ে। মনে হচ্ছিল, ম্যাচটা ম্যানসিটিই জিতবে। মুহুর্মুহু আক্রমণে ব্রাইটনের জালে বল ঢোকানোর চেষ্টায় মত্ত ম্যানসিটির প্লেয়াররা। ঠিক তখনই ঘটলো ছন্দপতন। বেঞ্চ থেকে এসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রো গোল করে বসলো। সেই গোলে ম্যাচে সমতায় ফিরলো ব্রাইটন।

তার ঠিক পাঁচ মিনিটের মাথায় আরেকটা গোল। পেদ্রোর অসাধারণ পাসে বল জালে জড়ালো সদ্য অভিষেক হওয়া ম্যাট ও’রিলি। অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক গোল করে ব্রাইটনকে পুরোপুরি ম্যাচে ফেরালো ডেনমার্কের এই তরুণ মিডফিল্ডার।

তারপর খেলা চললো আরও কিছুটা সময়। অতিরিক্ত সময় দেওয়া হলো ৯ মিনিট। তবুও ম্যানসিটি গোলের দেখা পেল না। শেষমেশ কোনোপ্রকার পয়েন্ট না নিয়ে খালি হাতেই ফিরতে হলো তাদের। সবশেষ চার ম্যাচের চারটাতেই হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত