নিউজনেস্ট

স্ট্যামফোর্ড ব্রিজে আজ চেলসির মুখোমুখি আর্সেনাল

স্ট্যামফোর্ড ব্রিজে আজ চেলসির মুখোমুখি আর্সেনাল
স্ট্যামফোর্ড ব্রিজে আজ চেলসির মুখোমুখি আর্সেনাল। ছবি: সংগৃহীত

লন্ডন ডার্বি বরাবরই ছড়ায় উত্তেজনা। তবে আর্সেনাল ও চেলসি ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ দুই নগর-প্রতিদ্বন্দ্বীদের জন্য। চলতি মৌসুমে অন্তত আর্সেনালের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানসিটির সঙ্গে শিরোপার রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আর্সেনালের।

যদিও সম্প্রতি সময়টা ভালো কাটছে না মিকেল আরতেতার শিষ্যদের। গেল সপ্তাহে নিউক্যাসলের বিপক্ষে হেরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও সে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি আর্সেনাল। সেই সঙ্গে দলের ইনজুরির সমস্যা তো মরার উপর খাঁড়ার ঘা। চেলসির বিপক্ষে হাভার্টজ, ম্যারিনো, রাইসকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন আর্সেনাল অধিনায়ক অডেগার্ড। আর বিগম্যাচে দায়িত্ব নিতে হবে সাকাকে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭ এসিস্ট করেছেন এই ইংলিশ উইঙ্গার।

আর্সেনাল কোচ আরতেতা জানান—“ডেকলান রাইসের ইনজুরি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। একই অবস্থা হাভার্টজের ক্ষেত্রেও। তারা যদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তাহলে অবশ্যই স্কোয়াডে থাকবে। তবে মিকেল ম্যারিনোকে আমরা পাচ্ছি না। আর অডেগার্ড গত ম্যাচেই ফিরেছে। স্ট্যামফোর্ড ব্রিজের জন্য সে পুরোপুরি প্রস্তুত। আর ম্যাচটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ কোচহীন, এবং তাদের মাঠেই খেলা। আমাদের ছেলেরা জয়ের জন্যই খেলবে।”

অন্যদিকে চলতি মৌসুমে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। যদিও প্রিমিয়ার লিগে শেষ দুই ম্যাচে জয়হীন তারা। লিগ কাপে নিউক্যাসলের বিপক্ষে হারার পর ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করেছে চেলসি। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেসে তারাও টিকে আছে।

নিজেদের মাঠে যেকোনো মূল্যে জয় তুলে নিতে চায় চেলসি। আর্সেনালের বিপক্ষে মারেস্কার তুরুপের তাস হতে পারেন নিকোলাস জ্যাকসন। চলতি মৌসুমে ইপিএলে ৬ গোল করেছেন এই স্ট্রাইকার। যেকোনো লন্ডন ডার্বিতে রেকর্ডটাও তার দুর্দান্ত। ১০ গোলের পাশাপাশি তার নামের পাশে আছে দুই এসিস্ট। যদিও এই ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা কোল পালমারকে দলে পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।

চেলসির ভারপ্রাপ্ত কোচ মারেস্কা জানান—“এই ম্যাচে পালমারকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। আর্সেনালের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।”

অতীত পরিসংখ্যান কথা বলছে আর্সেনালের পক্ষে। চেলসির বিপক্ষে শেষ ৯ দেখায় মাত্র একটিতে হেরেছে তারা। আর এমিরেটসে শেষ দেখায় চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্সেনাল। নিজেদের মাঠে সেই হারেরই প্রতিশোধ নিতে চায় চেলসি।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত