স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এখন পর্যন্ত ৮ গোল করলেও এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ও পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আজ তিনি যে এমবাপ্পে হয়েছেন, তা রিয়ালে দেখাতে না পারার একটা কারণ অবশ্য খুঁজে পেয়েছেন করিম বেনজেমা। ফ্রান্স ও রিয়ালের সাবেক কিংবদন্তির মতে, রিয়ালে নতুন পজিশনে এমবাপ্পে নিজেকে খাপ খাওয়াতে পারছে না।
রিয়ালে যোগ দেওয়ার আগে পুরো ক্যারিয়ারে অধিকাংশ সময়ই এমবাপ্পে লেফট উইংয়ে খেলেছেন। কিন্তু লা-লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সেন্টার ফরোয়ার্ড হিসেবেই খেলতে হচ্ছে তাকে। নিজের পছন্দের পজিশন না পাওয়ায় ফরাসি অধিনায়ক গতি, শক্তি ও ফিনিশিংটা ঠিকঠাক করতে পারছেন না বলে মনে করছেন বেনজেমা।
এমবাপ্পের পছন্দের পজিশনে এই মুহূর্তের বিশ্বের সেরা খেলোয়াড় আছেন বলে মানেন বেনজেমা। তাই নতুন পজিশনেই সাবেক জাতীয় দলের সতীর্থকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ২০২২ ব্যালন ডি’অর জয়ী।
তিনি বলেছেন, ‘এমবাপ্পে সেন্টার ফরোয়ার্ড নন। যতবার ফ্রান্সের হয়ে নাম্বার ‘৯’ এ খেলেছে সে ভালো করতে পারেনি। কারণ এটা তার পজিশন নয়। সমস্যা হচ্ছে লেফট উইংয়ে এখন যে খেলছে, সেও তার মতোই একজন খেলোয়াড়। তাই আপনি ভিনিকে রাইট উইংয়ে কিংবা সেন্টার ফরোয়ার্ডে রাখতে পারবেন না। কারণ বাঁ দিক থেকে সে পার্থক্য তৈরি করে দিচ্ছে। এখন দেখতে হবে আনচেলত্তি বিষয়টা কীভাবে সামলে নেন।’
লেফট উইংয়ের আশা বাদ দিয়ে এমবাপ্পের উচিৎ হবে সেন্টার ফরোয়ার্ডে নিজেকে মানিয়ে নেওয়া। এমন পরামর্শ দিয়ে বেনজেমা বলেছেন, ‘রিয়ালে প্রচণ্ড চাপ থাকে। এটা পিএসজি নয়। ছোট্ট এক উপদেশ দেই? তার মোটেও হাল ছাড়া উচিৎ হবে না। আমি মনে করি না, আনচেলত্তি ভিনিকে অন্য পজিশনে খেলাবে। লেফট উইংয়ে এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়। বাঁ দিক ভুলে গিয়ে এমবাপ্পেকে মাথায় নিতে হবে, তাকে নাম্বার ‘৯’ হতে হবে। সে বাঁ দিকে খুবই ভালো। এখন অন্য পজিশনেও তাকে ভালো হতে হবে।’
সর্বশেষ ৫ ম্যাচে এক গোল করেছেন এমবাপ্পে। রিয়ালে নিয়মিত গোল করতে না পারলে তার জন্য সময়টা কঠিন হবে সেটা মনে করিয়ে দিয়েছেন বেনজেমা। রিয়ালের হয়ে ১৪ মৌসুমে ৩৫৪ গোলের মালিক বলেছেন, ‘যদি তুমি ২-৩ ম্যাচে একটি গোল করতে না পারো তারা (সমর্থক) তোমাকে মেরে ফেলবে। তোমাকে এ সবের সঙ্গে বেঁচে থাকাটা শিখতে হবে। চাপ সহ্য করতে হবে। প্রত্যেক ম্যাচই নতুন এবং তোমাকে গোল করতে হবে। এজন্যই তোমাকে তারা নিয়ে এসেছে। তবে তোমার সেই দক্ষতাও আছে।’
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/