শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশের গুঞ্জন ছড়িয়েছিল একটি অডিও কল রেকর্ডকে কেন্দ্র করে। যে কল রেকর্ডে দাবি করা হয়, স্বৈরাচার হাসিনা নূর হোসেন চত্বরে মিছিলকে কেন্দ্র করে ষড়যন্ত্রের ছক কষছেন। নূর হোসেন দিবসে আওয়ামীলীগের মিছিলে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে ফেস্টুন তৈরির নির্দেশও দেন। আর এমন পরিকল্পনার পেছনে হাসিনার উদ্দেশ্য ছিল, ট্রাম্পকে অভিনন্দন জানানোর কারণে আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে মর্মে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো।
কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচিতে হাসিনার এমন পরিকল্পনা বাস্তবায়ন না হলেও, আজকের গুলিস্তানের ঘটনাকে হাসিনার মত করেই প্রচার করছে ভারতের প্রভাবশালী মিডিয়াগুলো। রাজধানীর গুলিস্তানে ছাত্র-জনতার আজকের গণ জমায়েত নিয়ে ভারতের প্রসিদ্ধ পত্রিকা ‘ইন্ডিয়া টুডে’র প্রকাশিত প্রতিবেদন এক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট প্রমাণ।
ইন্ডিয়া টুডে তার প্রতিবেদনে আজকের গণজমায়ত নিয়ে লিখে এভাবে: ‘ট্রাম্পের ছবি থাকার কারণে ঢাকায় আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়া হয়েছে। এমনকি এর জন্য কয়েকজনকে আটকও করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। ফেস্টুনে লেখা ছিল, ‘ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ থেকে ভালোবাসা জানাই।’
প্রতিবেদনের শেষে এসে ইন্ডিয়া টুডে আরও বিভ্রান্ত ছড়িয়ে লিখে: ‘উল্লেখ্য, এর আগে ট্রাম্পের একটি সামাজিক পোস্টে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে সমালোচনা করেছিলেন, যাকে বাংলাদেশের সাম্প্রতিক এই উত্তেজনার কারণ হিসেবে ধরা হচ্ছে।’
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link