রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক সমাবেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। রংপুরের লালবাগে আয়োজিত এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, হত্যা মামলার আসামিরা প্রশাসনের সহায়তায় আত্মগোপনে রয়েছে।
শিক্ষার্থীরা দাবি করেন, আওয়ামী লীগকে স্বৈরাচারী দল হিসেবে দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং জুলাই গণহত্যার অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, আসামিদের গ্রেপ্তার না করার মাধ্যমে প্রশাসন নিজে পক্ষপাতিত্ব করছে এবং তাদের রক্ষা করছে।
সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। এখন শুধু বাকি আওয়ামী লীগ। কারণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের নেতারা দেশ থেকে পালিয়ে গেলেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আওয়ামী লীগ বন্ধ করেনি। পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে দেউলিয়া হয়ে গেছে। তারা কূলকিনারা খুঁজে না পেয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করছে। চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে ফ্যাসিবাদ, গণহত্যা ও স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার দলের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। আবু সাঈদ-মুগ্ধদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত যেকোন ষড়যন্ত্র রুখে দিতে বাংলার ছাত্র-জনতা জেগে আছে এবং থাকবে।’
সমাবেশ শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।