ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সভাপতি স্বৈরাচার শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করতে গিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির হাতে ৫০ জন আটক হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল এবং ভাঙচুর পরিকল্পনার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ডিএমপি’র জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে উসকানিমূলক পোস্টার, ছবি ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, দেশের স্থিতিশীলতা নষ্ট ও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link